স্যানিটেশন মাস ও দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সংবাদদাতা ।।
নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে স্যানিটেশন মাস ও দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। আলোচনায় আরো অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আযাদ, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবীব, উপজেলা শিক্ষা অফিসার আবু তাহের ভূইয়া, প্লান বাংলাদেশ সমন্বয়কারী, মোঃ ইকবাল হোসেন, পপি রি কল প্রজেক্ট সমন্বয়কারী ওবায়দুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন অফিসের কর্মরত লোকজন, এনজিও কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!