আমাদের নিকলী ডেস্ক ।।
কটিয়াদীতে নির্বাচনী প্রচারণার সময় পুলিশের লাঠিপেটায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আহত হয়েছেন বলে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। এছাড়া তাঁর ছেলে মো. সাব্বির জামান রনিকে আটক করেছে পুলিশ।
পুলিশের ওপর হামলা ও তাদের আহত করার ঘটনায় মো. সাব্বির জামান রনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন।
সোমবার (২৪ ডিসেম্বর ২০১৮) রাত ৯টার দিকে কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীরা জানান, কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন প্রচারণা চালানোর সময় পুলিশ অতর্কিতে তাদের উপর হামলা চালায়। মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন হামলায় নেতৃত্ব দেয়া পুলিশ সদস্যদের নিবৃত্ত করতে গেলে পুলিশ তাঁর উপর চড়াও হয় এবং লাঠিচার্জ করে। এতে আক্তারুজ্জামান রঞ্জন আহত হন।
অন্যদিকে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, প্রচারণাস্থলে পুলিশের উপস্থিতি দেখে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে মো. সাব্বির জামান রনিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ২৫ ডিসেম্বর ২০১৮

