সংবাদদাতা ।।
২য় শ্রেণির এক হতদরিদ্র শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে নিকলী থানা পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে দামপাড়া ইউনিয়নের বড়হাটি গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বদরপুর গ্রামের নূরুলের শিশুকন্যা ও বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ফারজানা (৮) গত শনিবার একই উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া বড়হাটি গ্রামে তার নানা ইসরাফিল মিয়ার বাড়িতে বেড়াতে যায়। ওইদিন এশার আযানের পর উত্তর দামপাড়া নামাহাটি গ্রামের পরেশ পালের ছেলে পঙ্কজ পাল (৪১) ফারজানাকে ঘরে একা পেয়ে তার পরনের হাফপ্যান্ট খুলে ধর্ষণ করার চেষ্টা করে। ধর্ষণ করতে না পেরে শিশুটির মুখে তার পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে নাড়াচাড়া করার সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে এই লম্পটের হাত থেকে শিশুটিকে উদ্ধার করে এবং লম্পট পঙ্কজ পালকে আটক করে। এ ব্যাপারে শিশুটির দাদা আলফাজ মিয়া বাদী হয়ে গতকাল রোববার নিকলী থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নিকলী থানা অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা এসআই শাহাব উদ্দিন ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা : গ্রেফতার ১
