অন্তত দু’টি বিয়ে করতেই হবে। দেশের সব পুরুষের জন্য এমনি আইন জারি করেছে ইরিত্রিয়া সরকার। নির্দেশ অমান্য করলেই মিলবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এমনকি কোনো স্ত্রী যদি তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেন, শাস্তি হবে তারও। এক কেনীয় ওয়েবসাইটের মাধ্যমে এ আইনের অনুবাদ ছড়িয়ে পড়তেই রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আইনে লেখা আছে, ‘ঈশ্বরের আইন মেনে এবং দেশে পুরুষ কমে যাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ইরিত্রিয়া সরকারের ধর্মসংক্রান্ত দফতর এমন সিদ্ধান্ত নিয়েছে।
প্রত্যেক পুরুষ অন্তত দু’জন নারীকে বিয়ে করবেন এবং যে পুরুষ তা করতে অস্বীকার করবেন তাকে কঠোর পরিশ্রমসহ যাবজ্জীবন কারাবাস করতে হবে। যে নারী স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেবেন তাকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে।
আফ্রিকার ছোট্ট দেশ ইরিত্রিয়ার জনসংখ্যা ৬৪ লাখেরও কিছু কম। এর এক দিকে সুদান আর ইথিওপিয়া। এক দিকে জিবুতি, এক দিকে লোহিত সাগর। ইথিওপিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন ইরিত্রিয়ার জন্ম হয় ১৯৯৩ সালে। এরপর ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত দুই বছর রক্তয়ী যুদ্ধ চলে ইথিওপিয়ার সাথে। যুদ্ধে মারা যান বহু পুরুষ। সেই থেকে দেশটিতে নারীর অনুপাতে বেশ কমে যায় পুরুষের সংখ্যা। নারী-পুরুষ অনুপাতের যুক্তি দেখিয়েই সম্প্রতি জারি হয়েছে এমন আইন।