অষ্টগ্রামে আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে ওসমানপুর গ্রামের বাড়ি থেকে বেড়িয়ে আলীনগর গিয়ে তিনি নিখোঁজ হন বলে মৃতের ছেলে হারুন মিয়া (২৮) জানিয়েছেন। গতকাল শনিবার সকালে কালিপুর হাওরে রাস্তার ওপর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হারুন জানান, তার চাচাত ভাই তবারক মিয়ার (৪৮) সঙ্গে জমি নিয়ে তার বাবার বিরোধ ছিল। এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে হারুনের ধারণা। ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, নিহতের গলায় কাল দাগ পাওয়া গেছে। তার পাশেই একটি গামছা পাওয়া গেছে। ফলে ধারণা করা হচ্ছে, আব্দুল মালেককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবারকের স্ত্রী আঙ্গুরা বেগমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে তার কোন সম্পর্ক পাওয়া গেলে আটক দেখানো হবে। নিহতের ছেলে হারুন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
অষ্টগ্রাম সংবাদদাতা