নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের জমি হস্তান্তর

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজের এক একর জমি বুধবার ৩১ মে দুপুরে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নামে হস্তান্তর করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন।

কলেজটি সরকারিকরণের নিমিত্তে প্রতিষ্ঠানটির অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ হস্থান্তর অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদ, ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন, উপজেলা সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইসহাক ভূইয়া, সহ-সভাপতি হাজী নূরুল আমীন, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন বাতেন, কলেজের শিক্ষকবৃন্দসহ, উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ হস্তান্তরকৃত জমির কাগজপত্র গ্রহণ করেন।

ছবি সংগ্রহ : রুবেল আহম্মেদ-এর এফবি টাইমলাইন

Similar Posts

error: Content is protected !!