যে বয়সে খাতা-কলম ও বই নিয়ে স্কুলে যাওয়ার কথা, সামান্য ক’টা টাকার কারণে সেই বয়সেই ক্ষেতমজুরি দিচ্ছে নিকলীর শিশুরা। জলিল, কামাল ও লোকমানের মতো অপ্রাপ্তবয়স্ক শিশুরা প্রতিদিন ২শ’ টাকা মজুরি অন্যের জমিতে ক্ষেতমজুরের কাজ করছে। অভাবের তাড়নায় বাধ্য হয়েই তাদের এ পেশায় নিয়োজিত হতে হয়। কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বড়বাধ হাওর থেকে ছবিটি তুলেছেন এম. হাবিবুর রহমান
ক্ষেতমজুরি করছে অপ্রাপ্তবয়স্ক শিশুরা
