সংবাদদাতা ||
নিকলীতে ২২শে মার্চ রবিবার সকাল ১০টায় নিকলী উপজেলা ইসলামীক ফাউন্ডেসন এর প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে ফাউন্ডেশন এর উপজেলা অফিস থেকে একটি র্যালি বের হয়| র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে| এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাঈদ আহম্মদ| পরে আলেম, উলামা, ইমাম মুয়াজ্জিন দের ও কেন্দ্র শিক্ষকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|